সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শনিবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী খসরু কয়েক গত বছর ধরে হৃদরোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। চলতি মাসে শারীরিক ভাবে অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ ভর্তি করা হয়। সেখানে তার শরীরে করোনার উপসর্গ দেখা যাওয়ায় নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট প্রজেটিভ আসে। সিএসসিআর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২৬ আগষ্ট তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় শনিবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
মোহাম্মদ আলী খসরু দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থেকে সদ্য বিলুপ্ত কমিটির দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং হারামিয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।