‘ট্রল’ এর ক্ষ্যাপাটে চরিত্রে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকটি স্বরুপ চন্দ্র দে’র রচনায় পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। অপূর্বর বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে।
ট্রল নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘ঈদের পর একটু সময় নিয়েছি কাজে ফিরতে। অনেকগুলো কাজের প্রস্তাব পেয়েছি। তবে এই কাজটা আমার কাছে একদমই আলাদা মনে হয়েছে। ইউনিক একটা গল্প ও চরিত্র। গল্পটা চেনা-জানা হলেও এরমধ্যে রয়েছে পরিবারের কাহিনি, ভাই-বোনের ভালবাসা-বেদনা, তারকার জীবনের কিছু কঠিন সময়, সাইবার বুলিংসহ আরও অনেক গল্পের মিশ্রণ ‘
নির্মাতা সঞ্জয় বলেন, ‘একটা সাইলেন্ট কিলারের গল্প নিয়ে এই নাটকটি। যেখানে একসঙ্গে অনেকগুলো গল্প দেখতে পাবেন দর্শকরা। একেবারেই ভিন্ন কিছু করতে চেয়েছি। যেমনটা চেয়েছি অপূর্ব ভাই তার চেয়েও বেশি দিয়েছেন এখানে।’