কক্সবাজারের রামু রাজারকুল ইউনিয়নের রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার এলাকায় ০২ সেপ্টেম্বর বুধবার সকাল আনুমানিক ১০:৩০ মিনিটের সময় বিদ্যুৎ লাইনের উপরের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম নজিবুল্লাহ,পিতা: আবু সৈয়দ (গ্রাম পুলিশ) ঠিকানা :চৌকিদার পাড়া ০৪ নং ওয়ার্ড, রাজারকুল, রামু।
জানা যায়,মারা যাওয়া ব্যক্তি দিন মজুরি কাজ করে থাকেন, সকালে তিনি কাজ করার জন্য রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার এলাকায় যায়।
রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত নজিবুল আলম পেশায় দিনমজুর। সকালে বিহার কর্তৃপক্ষের সৃজিত অর্জুন গাছ কাটার সময় গাছের ঢাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে পড়ে যায়। এতে ওই ঢালে বসা নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে পড়ে।
রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার কতৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,, কর্তন করতে যাওয়া গাছটি রামকোট এরিয়ার ভিতরে হলেও রামকোটের মালিকানাধীন নয়। তাছাড়া তিনি রামকোট কতৃপক্ষকে অবগত না করে গাছ কর্তন করতে যায় বলে তারা দাবী করেন।
জানা গেছে, নিহত নজিবুল আলমের দেড় বছর ও ৩ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।