মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসি য়েশন পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করলো নতুন অফিস ব্লাড ডোনারস সোসাইটির নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা, মফস্বল সাংবা দিক ফোরাম, ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক ও আজীবন সদস্য এম আবু হেনা সাগর, ছৈয়দ নুর, মডারেটর সাইফুল ইসলাম সোহেল,আব্দুল্লাহ,সদস্যরা ইরফানুল ইসলাম এবং নজরুল ইসলাম বাবু।
মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটি ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসি য়েশন পরিবার প্রীতি ও শুভেচ্ছা জানান।