সময় টিভির প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দাসহ হামলাকারী দের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,ঈদগাঁও থানা শাখার নেতৃবৃন্দরা। তারা হলেন সংগঠনের উপদেষ্টা মো: রেজাউল করিম, ফোরামের সভাপতি শেফাইল উদ্দিন,সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর। সংগঠনের নেতৃবৃন্দ শফিউল আলম আজাদ, আশফাক উদ্দিন আরাফাত, নাছির উদ্দিন পিন্টু, ওসমান গনি ইলি, মোজাম্মেল হক, মফিজুল ইসলাম মফি, কাউছার উদ্দিন শরীফ ও সাইমুম সরওয়ার কায়েস। বিবৃতিদাতারা তদন্তপূর্বক হামলাকারী দের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্থির দাবী জানান।
উল্লেখ্য, দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একজন দুর্বৃত্ত পেছন থেকে গলা টিপে ধরে। এক পর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়।