আমাদের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী অত্যান্ত সৎ ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসায় উখিয়ার আপামর গনমানুষের প্রিয় পাত্রে পরিনত হয়েছেন। একই সাথে তিনি নিঃস্বার্থ পরোপকারী হিসাবে পরিচিত হওয়ার পাশাপাশি সরকারি আইন মান্য করে চলতে গিয়ে অনেকের নিকট তিনি হয়তো বিরাগভাজনে পরিনত হয়েছেন। তবে উখিয়ার মত একটা ক্রটিক্যাল এলাকাকে তিনি উদারতা দেখিয়ে সবসময় এলাকার মানুষকে কিছু দেওয়ার জন্য আন্তরিকতার সাথে চেষ্টা করে গেছেন। ইতিমধ্যেই রোহিঙ্গা ক্রাইসিসের মত এতবড় একটা আন্তর্জাতিক সমস্যা নিরসনে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে এ জটিল বিষয়টিকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে উনার তৎপরতা ছিল লক্ষনীয়। এছাড়াও উখিয়া উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে তাঁর ভুমিকা ছিল অত্যন্ত দূরদর্শী সম্পন্ন। এ জন্য তিনি এলাকার সকল পেশাও শ্রেণির মানুষের নিকট আস্হাভাজন অভিভাবক ও ব্যক্তি হিসাবে আবির্ভাব হন। ফলে তাঁর এসব মহৎ কর্মকাণ্ডের খবর মিডিয়ায় ও পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে উখিয়ার গন্ডি পেরিয়ে পুরো কক্সবাজার জেলা ও সারাদেশে তাঁর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। এ কারনেই হয়তো কারো কারো দৃষ্টিতে বিরাগভাজন হয়েছেন। তাদের ভাবমূর্তি নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিতে পারে। সে জন্য হয়তো এতসব মহত কাজ করে যাওয়ায় ফলে অদৃশ্য কারনে আজ স্যারের বদলির হওয়ার সংবাদটি শুনতে কষ্ট হচ্ছে। তিনি আসলে একজন চৌকস মেধাবী নির্বাহী কর্মকর্তা। এ সংবাদটা শুনে হয়তো সবার মনে দাগ কাটতে পারে। পরিশেষে উনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।