কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃত মাদক পাচারকারীরা হলেন, কক্সবাজার জেলার রামু চাকমারকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩০), ঢাকা হাজারিবাগ দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলা ৩২ নং ওয়ার্ড এলাকার মোঃ শামীম আহম্মেদের ছেলে মোঃ সানি (৩০)।
টেকনাফ ব্যাটালিয়ান (বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন,গতকাল শনিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টের টহল দল নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি চেকপোষ্টের নিকট আসলে টহলদলের সদস্যরা তল্লাশীর জন্য থামানো সংকেত দেন। তল্লাশীকালীন সিএনজি’র ড্রাইভার ও তার পাশের সীটে থাকা একজন ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় উক্ত সিএনজিটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করার এক পর্যায়ে সিএনজি’র পিছনে ইঞ্জিন বক্সের ভিতরে একটি বস্তা পাওয়া যায়। উক্ত বস্তাটি খুলে গণনা করে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মুল্য ৯০ লক্ষ টাকা। ইয়াবা পাচারের দায়ে সিএনজি এবং আটককৃত আসামীদের নিকট হতে ৩টি মোবাইল ফোন ও নগদ ৮২২ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন,আটককৃত আসামীদের জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও আটককৃত সিএনজি’টি টেকনাফ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।