পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের এবাদুল্লাহ্ পাড়া একটি জনবহুল এলাকা। এই গ্রামের বেশিরভাগ মানুষের যাতায়াত এবং বাজারমুখী স্থান হচ্ছে কাজির মার্কেট।বর্ষা এলে মনে হয় যেন চাষকৃত জমি।
বর্ষার সময় গ্রামের কোন মানুষ হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই।যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় অনেক সময় রোগীদের নিয়ে বিপদে পড়তে হয়।এই গ্রামের প্রধান রাস্তাটি এখনো নজরে আসেনি জনপ্রতিনিধিদের।
জনপ্রতিনিধিরা রাস্তাটি করার আশ্বাস দিলেও কেউ রাস্তাটি করে দেয়নি। এতে এলাকার সকল মানুষ ক্ষুব্দ হয়ে আছে। গ্রামবাসীরা বলেন শুধুমাত্র ষড়যন্ত্রের কারণে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হলাম। আমলাতান্ত্রিক দের স্বার্থের জন্য আমাদের গ্রামের মেইন সড়কটি এখনো ইট বসানোর ব্যবস্থা করা হয়নি । এতে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা খুব কষ্ট হচ্ছে বর্ষার দিনে। কেন আমরা অবহেলিত? তাই যত দ্রুত সম্ভব ইটের রোডের মাথা থেকে এবাদুল্লাহ্ পাড়া পর্যন্ত রাস্তাটি ইট বসানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।