দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়াম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে আনুষ্টানিক উদ্বোধন হচ্ছে ১৮ই সেম্পেম্বর (কাল)।
ঐতিহ্যবাহী এ স্টেডিয়ামে ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। উদ্বোধক হিসেবে থাকবেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক মাষ্টার নুরুল আজিম। বিশেষ অতিথি থাকবেন,স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি বর্গ।
এতে টুনামেন্ট পরিচালনা কমিটির ম্যাচ কো-অর্ডিনেটর ঈদগাহ আদশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ খান, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ কবির, সভাপতি নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশিদ, সাধারন সম্পাদক সালামত উল্লাহ, প্রধান সমন্বয়ক ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও দিল মোহাম্মদ। একশত সদস্য বিশিষ্ট একটি পূণাঙ্গ কমিটি গঠন করা হয়।
মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত এ টুনামেন্টে চট্রগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ১৬টি টিম অংশগ্রহন করেছেন।