সদরের ঈদগাঁও বাসস্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের সদস্য নিবন্ধন ও বিতরন কার্যক্রমের আনুষ্টানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
১৮ সেম্পেম্বর বিকেল ৪টার স্টেশনস্থ পরিষদের নিজস্ব কার্যালয়ে ফরম বিতরনকালে উপস্থিত ছিলেন,পরিষদের আহবায়ক লুৎফুর রহমান আজাদ,সদস্য সচিব নুরুল হাকিম নুকি, রেজাউল করিম,ফেরদৌস,সনজিৎ দাশ, সেলিম মাহমুদ, ছৈয়দ নুর,আবু বক্কর ছিদ্দিক বান্ডী,আবু হেনা বিশাদ,সুজন জয়নাল আবেদিনসহ আরো অনেকে। শুরুতে শতাধিক ফরম বিক্রি হয়।
উল্লেখ্য যে, বাসস্টেশন এলাকাকে একটি সুন্দর প্লাটফ্রমে নিয়ে আসতে পরিষদের নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।