কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে ইয়াবাসহ ১জনকে আটক করেছে।
গত ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ জোনের একটি আভিযানিক দল শীলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টের দক্ষিণ পাশে কক্সবাজারগামী (চট্টমেট্টো-ক-১১-০৭০০) কার গাড়ির পেছনের সীটে বসা যাত্রী হাবিরছড়াস্থ উত্তর পাড়ার মোঃ আমান উল্লাহর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২০) এর দেহ তল্লাশী করে ৯শ ৪১পিস ইয়াবা ও ১টি স্যামস্যাং মোবাইলসহ তাকে আটক করা হয়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।