কক্সবাজার সদরের ঈদগাঁও-জালালাবাদ,চৌফ লদন্ডী ও ইসলামাবাদ ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। ১৯ই সেম্পম্বর বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ সভাপতি রফিক উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদর উপ জেলা কৃষকলীগের আহবায়ক সেলিম উল্লাহ।
ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব চন্দন পাল বাবুর পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,আবু রাসেদ উল্লাহ,রসিদ আহমদ, কাজল পাল,পরিতোষ পাল,ছৈয়দ আকবর, নুর আহমদ,জয়নাল,আবুল কাসেম,কাসিম,পিষুস
সহ তৃনমূল পয়ায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইউনিয়নের কৃষকলীগ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টির মধ্যদিয়ে কৃষকলীগ চাঙ্গা করার প্রতি আহবান জানান।
উল্লেখ্য, একইদিন ইসলামাবাদ,জালালাবাদ ও চৌফলদন্ডী ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।