চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় এক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে সদর উপজেলার আমনুরা মিয়াঁ পাড়ার দুলাল মিয়াঁর ছেলে লিটন মিয়াঁ (৩৬)।
র্যাবের প্রেস বিজ্ঞতিতে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আমনুরার মিয়াঁ পাড়ায় অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় মদ/ চোলাই মদ উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী লিটন মিয়াঁ পালানোর চেষ্টা করলে র্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব