উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মনির এলাকায় ১৯ সেপ্টেম্বর (শনিবার) সাড়ে ১২টার দিকে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় ভাই ও ভাবিসহ ৪ জন আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করেছে নিহত রায়হানের স্ত্রী। যার নং-৪২, তাং-২০/০৯/২০২০ইং। এ ঘটনায় পুলিশ ২জনকে আটক করে রবিবার জেল হাজতে প্রেরণ করেছে।
আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার হলদিয়াটালং ইউনিয়নের রুমঁখা এলাকার নুরুল কবিরের ছেলে ঘাতক মোর্শেদ রিপন কবির (৪২) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৩৪) । অপর দুই আসামীরা হলেন- হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ এলাকার মৃত-জেবর মুল্লুকের ছেলে মাহমুদুল হক (৪৫), এবং তার ভাই নজির আহমদ (৫০)। এছাড়াও আরো কয়েকজন অজ্ঞাতনামা আসামী করা হয় এজাহারে৷
আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মর্জিনা আকতার মরজু।
উল্লেখ্য যে, শনিবার পৈত্রিক সম্পত্তির বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই মোর্দেশ কবির রিপন কিরিচ দা নিয়ে ছুটে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।