কক্সবাজার সদরের ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমানের পিতা সড়ক দূর্ঘটনায় মারা যান।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্র গ্রামের সীতাকুন্ঠ নিবাসী মো: মুজিবুর রহমান ( ৭৭) বারবকুন্ড এলাকায় সড়ক দূূঘটনায় আহত হন। চট্রগ্রাম সিএমএইচ হাসপাতালে বিকেল তিনটায় মৃত্যুবরন করেন ( ইন্না………রাজেউন)।একইদিন রাত ৯টায় এলাকায় দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন মরহুমের বড় সন্তান শিক্ষক মোস্তাফিজুর রহমান।
এ প্রবীন মুরব্বীর মৃত্যুতে শোক প্রকাশসহ পরি বার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক,রিপোটার্স সোসাইটি সাবেক সভাপতি এম আবু হেনা সাগরসহ আরো অনেকে।