চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস’র সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫’সেপ্টেম্বর) দুপুরে শহরের শেহালা কলোনি এলাকায় নিজস্ব কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউটস গ্রুপ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস,চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সেক্রেটারী সাইফুল ইসলামকে বাংলাদেশ স্কাউটস’র এসিসট্যান্ট লিডার ট্রেইনার (এএলটি) হওয়ায় সংবর্ধনা দেয়া হয়। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তোহিদুল ইসলাম,রোভার স্কাউটস লিডার হেলাল উদ্দিন,সহকারী রোভার স্কাউটস লিডার সঈদ মাহমুদ,আবু হেনা,সিনিয়র রোভার মেট তাহমিদা আকতার ও বাবু ডাইং ক্ষুদ্র নৃগোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।
বক্তরা বলেন,স্কাউটস আন্দোলন সৎ কাজের জন্য। সৎ ভাবে বেড়ে উঠে সৎ মানুষ হবার জন্য। সকল স্কাউটসকে এ চেতনা ধরে থাকতে হবে। বিশ্বব্যাপী যুগ যুগ যাবৎ স্কাউটিং মানুষকে যোগ্য ও আত্মনির্ভরশীল হতে সাহায্য করেছে।