টাঙ্গাইলে ভূঞাপুরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়ে ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভূঞাপুর উপজেলা ছাত্রলীগ, ভূঞাপুর শহর ছাত্রলীগ ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজনে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক সভাপতিত্ব, উপজেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক শাকিল আহম্মেদ আমান উল্লাহ সঞ্চালনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব, জনাব গোলাম কিবরিয়া বড় মনি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভা মেয়র মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব মোল্লা, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার, ভূঞাপুর শহর ছাত্রলীগ সভাপতি রোহান সরকার রোমান, শহর সাধারণ সম্পাদক ইমরান চকাদর
আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।