বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কতৃক শুদ্বা চার পুরুস্কারের জন্য নিবার্চিত হলো কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি আওতাধীন ঈদগাঁও জোনাল অফিসের এজিএম মোহাম্মদ শহিদুল আলম।
গতকাল এ অফিসে সততা,গ্রাহক সেবাসহ নানা কারনে শুদ্বাচার পুরুস্কারে নিবার্চিত হওয়ার বিষয়টি বোর্ডের অফিস আদেশ সূত্র জানা যায়।
নিবার্চিত পবিস কর্মকতার সাথে কথা হলে তিনি হাস্যেজ্জল কন্ঠে জানান, দীর্ঘদিন ঈদগাঁওর এই অফিসে কাজ করে সততাসহ গ্রাহকসেবার জন্য সম্মানীত করায় সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শুদ্বাচার পুরুস্কারে নিবার্চিত হওয়া এজিএমকে অভিবাদন জানান, মফস্বল সাংবাদিক ফোরাম,
ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, কক্সবাজার পবিসের এরিয়া ৩ এর পরিচালক আমজাদ হোসেন ছোটন রাজা।