গত ২৪ ঘন্টায় (৩০/০৯/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সহ মোট ৪৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে।
আটককৃত ব্যাক্তিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৩ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৮ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০৪ জনকে আটক করে। এদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ শহিদ আলী ভাংড়ী শহিদ (৫০)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ পলাশ আলী (৩৬), (৩) মোঃ মনিরুল ইসলাম মুন্না (২৬)দ্বয়কে ৪২ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ মাসুদ রানা (৩৮)কে ০৯ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ কাউসার আলী রকি(২৭)কে ০৯ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ সুমন আলী রেজা (৩০)কে ৮.৭৫ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ মানিক (৪৫)কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ জাহিদুল ইসলাম (৪৫)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ হুমায়ন কবির(৩০), (২) মোঃ সাহাবুর রহমান(২৫)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ আমিন শেখ (৩৭)কে ৩.৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ নাদিম মোস্তফা কেক(২০)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ সজল (২৭)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ ফিরোজ হাসান শাওন(২৯)কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।