কক্সবাজারের মহেশখালীতে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ছাত্রীর নাম নুরানী হাসনাত আরিফা (১২)। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ির গোদার পাড়া থেকে তাকে অপহরণ করা হয়।
আরিফার বাবা নুরুল আলম জানান, ঘটনার দিন শিক্ষার্থী দাদার বাড়ি থেকে গোদার পাড়া গ্রামে বাবার বাড়ির ফেরার পথে অপহরণের শিকার হয়। একই এলাকার আরাফাত নামে এক যুবক তার মেয়েকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়।
জানা যায়, গরীব অসহায় পরিবারের শিক্ষার্থী ঘটনার আজ শুক্রবার ৯ দিন অতিবাহিত হলেও স্থানীয় প্রভাবশালীরা মহল ঘটনাটি ধামাচাপা দেয়ায় এখনো উদ্ধার করা সম্ভাব হয়নি। তবে একটি সূত্র বলছে, প্রেমজনিত ঘটনার মত কিছু ঘটছে এমনও আশঙ্কা করা হচ্ছে। তবে মেয়েটির পরিবার অপহরণের দাবি তুলছেন। এ ব্যাপারে অভিযুক্ত বখাটের পরিবারের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।
মহেশখালী থানার এসআই লোকমান হাকিম বলেন, এ ব্যাপারে অপহরণের শিকার বাবা নুরুল আলম বাদি হয়ে গত ২৩ সেপ্টেস্বর এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় আরাফাত নামে এক যুবকসহ কয়েকজনকে অভিযুক্ত করে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।