কাজী বাচ্ছুঃ
—————————
নিস্তেজ দেহ প্রাণ – নিঁথর!
ধরণীর মনুষ্যত্ব মোহের কবলে
রয়েছে পড়ে-
হয়ে আজ কাতর।
বুকের পাঁজরে জমানো ধিক্কার
মানেনা বারণ- গর্জে বারেবারে,
তীব্র ব্যথার ক্ষুধার যন্ত্রনায়-
কত অনাথ রয়েছে অনাহারে।
গুণী ,সাধুর সাজানো সমাজে
কে বলিবে সত্য-ন্যায়ের কথা,
বিদ্রোহী যত বীর – বীরাঙ্গনা-
বাক রুদ্ধ-অসহায়
অজানা শিকলে বাঁধা॥
~~~~~~~~~~~~~~~~~~~~
কাজী বাচ্ছু-উখিয়া সদর
০৩/১০/২০২০ইং