বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জে এসএস একজন নেতা খুন হয়েছে। নিহত নাম বাচমং মার্মা (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ৬ ঘটিকায় নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা যায় জামছড়ি এক বাজার এলাকায় দোকানে বসে বাচমং মার্মা (৪৫) আড্ডা দিচ্ছিল, এমন সময় এসে এক দল গ্রূপ যা অনুমানিক ৬-৭ জন সন্ত্রাসী তাকে দোকানে বাইরের ডেকে এনে গুলি করে । এ সময় ঘটনাস্থলে তিনি মারা য়ান। তবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার কারনে এলাকায় পুলিশের নিরাপত্তা জোর ব্যাবস্থা বাড়ানো হয়েছে।
আরো জানা গেছে, গত ৭ জুলাই জেলার রাজবিলা ইউনিয়নে বাঘমারা এলাকায় পার্বত্য চটগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) গ্রূপের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি বিমল কান্তি তংচগ্যা, খাগড়াছড়ি সদস্য চিং থোয়াই মং মার্মা, সভাপতি রতন তংচগ্যা সহ মোট ৬ জনকে খুন করা হয়।গ্রল ১ সেপ্টেম্বর একই ইউনিয়নে বাঘমারা এলাকায় মং চ উ মার্মা এক যুবলীগ নেতাকে ও ব্রাশ ফায়ারিং মাধ্যমে হত্যা করেছে শসস্ত্র সন্ত্রাসীরা।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন ,সন্ধ্যায় শসস্ত্র সন্ত্রাসী গুলিতে একজন খুন হয়েছে,আমরা লাশ উদ্ধারে জন্য ঘটনাস্থলে যাচ্ছি,এববগ এলাকায় নিরাপত্তা দেওয়া হয়েছে।