জাতীয় শ্রমিকলীগের তাদের গৌরবের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে, দিবসটি উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমান,জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহবুব হাসান রিতু প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জাতির পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির সেবা করতে হবে। বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে চাই। এর আগে জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
শেষে. বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা, করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।