মহেশখালীর কালারমারছড়ার উত্তর নলবিলায় গৃহবধূ আফরোজার হত্যাকারীদের বিচারের দাবিতে আজ দুপুর ১২ টায় বদরখালী বাজারে বদরখালীর সর্বস্তরের শিক্ষার্থীদের নেতৃত্বে শতাধিক মানুষের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বদরখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনির ভূইয়া সহ নুর মোহাম্মদ হানিফ,মোহাম্মদ ইব্রাহীম, নুরুল ইসলাম, হামিদুল ইসলাম মোরশেদ, সাইফুল ইসলাম,সুমন এবং বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোমেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, আফরোজা হত্যাকারীরা যেন কোনভাবে ছাড় নাই পায়। যদি আফরোজা হত্যাকারীদের বিচার নাই হয় তাহলে পরবর্তীতে কোন অপরাধীর বিচার হবে না। তাহলে কেউ নিরাপদে থাকবে না। অপরাধীরা আরো প্রশ্রয় পেয়ে যাবে। তাহলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্তা হারাবে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, হত্যাকারী বাপ্পি শিক্ষক সমাজের কলঙ্ক৷ এমন হত্যাকান্ড কোনদিন একজন ভাল মানুষ করতে পারে। তাই অামরা বাপ্পি সহ তাকে হত্যাকান্ডে সহযোগিতাকারীদের ফাঁসি চাই। অবিলম্বে আজকের মানববন্ধন থেকে তাকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য যে- গৃহবধূ অাফরোজা বিয়ের ৯ মাসের মাঝে শ্বাশুড় বাড়িতে নির্মমভাবে হত্যার শিকার হন । প্রথমে শ্বাশুড় বাড়ি থেকে পালিয়ে যাওয়া বললে ও, পরিশেষে শ্বাশুড় বাড়ির ওঠানে মাটির নিচে তার মৃত দেহ পাওয়া যায়।
বদরখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।