টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজার আল-বালাগ ইসলামিক সোসাইটি ও সম্মিলিত ওলামায়ে কেরাম সহ সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে,ফ্রান্সে রাষ্ট্রীয় অর্থায়নে সংবাদপত্রে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিশাল সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
লেংগুরবিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, হাফেজ মৌলানা মোহাম্মদ তাহের,এবং সওতুল হেরা সোসাইটির সাধারণ সম্পাদক, মৌলানা মোঃ ইব্রাহিম এর পরিচালনা করেন।
ও টেকনাফ সদর মুওয়াবিয়া বিন আবু সুফিয়ান মাদ্রাসার প্রধান পরিচালক, মৌলানা আব্দুল হক সভাপতিত্ব করেন।
এসময় কোরআন তেলাওয়াত করেন,আল-বালাগ ইসলামিক সোসাইটির সদস্য হাফেজ সেলিম ও আজিজ,
উদ্বোধনী বক্তব্য রাখেন,
সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ জুবাইর।
এই সময় উপস্থিত ছিলেন,,মোহাম্মদিয়া আশরাফুল উলুম, মিঠা পানির ছড়ার সিনিয়র শিক্ষক,মৌলানা উমর ফারুক, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি,সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী,মৌলানা মোঃ তৈয়ুব,
উপস্থিত ছিলেন, লেংগুরবিল বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা মুফতি জাফর,
সওতুল হেরা সোসাইটির সভাপতি মোহাম্মদ উল্লাহ, রিয়াদ, সহ সভাপতি, মৌলানা সৈয়দ আলম,
লেংগুরবিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মৌলানা ইব্রাহিম হেজাজি,
তুলাতুলী মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক, মৌলানা সাহ সুপী সাহেব,
লেংগুরবিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মৌলানা তাজুল ইসলাম,
সমাবেশে সংগীত পরিবেশন করেন, আল-বালাগ ইসলামী সোসাইটির সদস্য, মোঃ আজিজ সালামী,
আল-বালাগ ইসলামী সোসাইটির সহ- সভাপতি মৌলানা রশিদ বিন জহির,
সাধারণ সম্পাদক, মোঃ জুবাইর, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মোঃ ফাইছাল, এবং সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, টেকনাফ সদর ইউনিয়ন মাঠ পাড়া এলাকার আত তাওহীদ ইসলামী সংগঠন।
টেকনাফ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
আল-বালাগ ইসলামী সোসাইটি সহ এলাকার উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে।
অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তারা বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান জানান।