সদরের ঈদগাঁও বাজারে অধিকাংশ ব্যবসায়ীক দোকানে ওজন পরিমাপে পুরনো আমলের সীল পালদা ব্যবহারের ফলে পরিমাপে ঠকছে ক্রেতারা। নেই বহু দোকানে ডিজিটাল পরিমাপক মেশিন। ঈদগাঁওর প্রধান কাঁচাবাজার, মুদির দোকানসহ উপবাজারের দোকান গুলোতে একই অবস্থা বললে চলে।
ঈদগাঁও কাঁচাবাজারসহ পুরো বাজার এলাকায় এখনো পর্যন্ত নানা দোকানে পন্য মূল্যের তালিকা না থাকায় হতাশ ক্রেতারা। এসব পন্য সামগ্রী ন্যায্য দামে কিনতে পারছেনা কোনভাবে । দামের ক্ষেত্রেই কমবেশি হচ্ছে।
জানা যায়, দীর্ঘবছর ধরে ঈদগাঁওতে খুচরা ও পাইকারি বিক্রেতারা দ্রব্যমূল্যের তালিকা না টাঙ্গানোর ফলে নানাভাবে হিমশিম খাচ্ছে ক্রেতা বিক্রেতারা। আবার কাঁচাবাজার,মুদির দোকানে ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন ছাড়াও বহু দোকানপাঠে পূর্বেকার আমলের সীল পালদা দিয়ে ওজন পরিমাপ করে চলছে দেদারছে।
বাজার ঘুরে দেখা যায়, বেশিভাগ দোকানে সঠিক মূল্যের তালিকা অধ্যবদি পর্যন্ত টাঙ্গায়নি। যান্য করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে গিয়ে বেকায়দায় পড়ছেন গ্রামাঞ্চলের ক্রেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক অসহায় সাধারন ক্রেতারা জানান, খুচরা বা ভ্রাম্যমান তরকারী দোকানে পুরনো আমলের সীল পালদা ব্যবহারের ফলে ওজন পরিমাপে ক্রেতা-বিক্রেতারা ঠকছে বলেও মনে করেন।
সচেতন মহল জানান, মূল্য তালিকা টাঙ্গানোর নিদের্শনা থাকলেও এখনো বাজারে তালিকা উঠেনি অধিকাংশ ব্যবসায়ীক প্রতিষ্টানে। সঠিক মূল্যে তালিকা উত্তোলনের দাবী। তদন্ত পূর্বক ব্যবস্থার দাবী।