সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বারআউলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ সালাউদ্দিন (৪৪)। সে বাড়বকুণ্ড ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের ফসি মেম্বারের বাড়ীর খোরশেদ আলমের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বারআউলিয়া এলাকায় এক যুবক অস্ত্রসহ ঘোরাফেরা করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে মোঃ সালাউদ্দিন নামক এক যুবককে তল্লাশী করে তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর সালাউদ্দিন বলেন, তার সাথে সাগরের কিছু জলদস্যুর শত্রুতা আছে। এ কারণে সে এলজি রেখেছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, আমাদের ধারণা সে অস্ত্রের ব্যবসা করছিলো। তবুও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।