কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক গণসংযোগ পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর), হোটেল তাজসেবাস্থ পত্রিকার নিজস্ব কার্যালয়ে পত্রিকার সম্পাদক এম আমান উল্লাহর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকার কার্যক্রমকে কিভাবে আরো গতিশীল এবং মানুষের কাছে গ্রহনযোগ্য করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সবাইকে পেশাদারিত্ব বজায় রেখে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান তিনি।
এই সময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াজ রনি, মফস্বল সম্পাদক কাজী তামজিদ পাশা, শহর প্রতিনিধি ফয়সাল নূর, স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার আব্দুল করিম, স্টাফ রিপোর্টার বান্দরবান নুর মোহাম্মদ সিকদার, ঈদগাঁও প্রতিনিধি মোঃ কাউসার উদ্দিন, আলা উদ্দিন, উখিয়া প্রতিনিধি মোহাম্মদ শহিদ।
উক্ত প্রতিনিধি সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পত্রিকার কার্যক্রমকে আরো বেগবান করতে অনুপস্থিত প্রতিনিধিদেরকে সংযোজন,বিয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।