দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি সহ আধুনিকায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহা পরিদর্শক ড. বেনজীর আহমেদ।
আজ বুধবার সকালে বান্দরবানের স্টেডিয়াম সংলগ্ন গণপূর্ত বিভাগ কর্তৃক ৪ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পুলিশের অফিসার্স মেস ভবন উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বাংলাদেশ এসময় তার সাথে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, বান্দরবানে পুলিশ সুপার জেরিন আখতার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের মহাপরিদর্শক আরো বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১০ বছর ধরে পুলিশের আধুনিকায়নের কাজ করা হচ্ছে।
সারা দেশের কোথাও কোন সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না উল্লেখ করে মহাপরিদর্শক বলেন সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে।