রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
গত ২৪ ঘন্টায় (১০/১১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৭২ জনকে আটক করা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা-১৬ জন, রাজপাড়া থানা-১২ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৬ জন, বেলপুকুর থানা-০৫ জন, শাহমখদুম থানা-০১ জন, এয়ারপোর্ট থানা-০৪ জন, পবা থানা-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, কর্ণহার থানা-০২ জন, দামকুড়া থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০৩ জনকে আটক করে। যার মধ্যে ২৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত ব্যাক্তিদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ লতিব আলী (৩৫)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ মুসাদ (২৫)কে ৬.৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ আলাউদ্দিন (৩৫)কে ০৮ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ রায়হান ভাদু (৩২)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ হাসিবুল (৩২)কে ১১ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোঃ মাসুদ (৩৮)কে ০৯ গ্রাম হেরোইন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ মিঠুৃ (৩৫)কে ০৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (২) মো: রিকন ইসলাম টনি (২৭), (৩) মো: কাবিল হোসেন (৩১)দ্বয়কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ সমর আলী সরদার (৩০)কে ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক করে, (৩) মোঃ জিয়ারুল ইসলাম জিয়া (২২)কে ০৬.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে, (৪) মোঃ আঃ সামাদ (৫৫), (৫) শ্রী নিহার রঞ্জন সরকার বাবু (৪৫)কে ০৪ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ দুখু মিয়া (২৩)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ সজিব শেখ (২৫)কে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ ফিরোজ আহমেদ পচু (৩১)কে ১.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। পবা থানা পুলিশ (১) মোঃ রাজিব আহম্মেদ (৩৫)কে ৪০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ মিলন আলী (২৬)কে ০৫ বোতল ফেন্সিডিল সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোসাঃ সুলতানা বেগম (৩৪)কে ০৭ লিটার দেশী মদ সহ আটক করে, (২) মোঃ টিটু (৩৫)কে ১৩ গ্রাম হেরোইন সহ আটক করে। কর্ণহার থানা পুলিশ (১) মোঃ জামাল (৫০)কে ০২ লিটার দেশী মদ সহ আটক করে। দামকুড়া থানা পুলিশ (১) মোঃ আরিফুল ইসলাম (২২)কে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোঃ বেনজীর আলম (৩৩)কে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ ইসাহাক আলী (৫০), (৩) মোঃ সাহাদুল ইসলাম(৪২)দ্বয়কে ২৫ গ্রাম হেরোইন সহ আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।