করোনা সংত্রমণ মোকাবেলায় বান্দরবান শহরে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সকালে শহরের জেলা আওয়ামী লীগের অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি করোনা মোকাবেলায় মাক্স ব্যবহার ও নিরাপদ শারীরিক দুরুত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, আমরা করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি। বিশ্বের সব দেশের মধ্যে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম। এই সক্ষমতার ধারাবাহিকতা আমরা ধরে রাখবো। যেহেতু আমাদের দেশে করোনা সংক্রমণ চলছে, সারাবিশ্ব আজ করোনা সংক্রমণে বিপর্যস্ত। তাই আমি সকলকে বলবো আপনারা বাসা থেকে বের হওয়ার আগে মাস্ক পরে বের হবেন। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষী পদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি, সাধারণ সম্পাদক শামছুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশিলসহ ছাত্রীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন দশ হাজার মাক্স বিতরণ করা হবে এই কর্মসূচিতে।