কক্সবাজার সদরে ইসলামাবাদ ইউনিয়নে ভিক্ষুকমুক্ত করণে এক সভা অনুষ্টিত হয়েছে।
১৭ নভেম্বর দুপুর ১২টায় পরিষদ কার্যালয়ে এই সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী কর্মকতা সুরাইয়া আক্তার সুইটি। ইউপি চেয়ার ম্যান মোহাম্মদ নুর ছিদ্দিক, সচিব আলতাজ উদ্দিন আহমদ, ইউপি সদস্য আবদু রাজ্জাক, আবদু বক্কর ছিদ্দিক বান্ডী,আবদু শুক্কুর, হেলাল উদ্দিনসহ উদ্যোক্তা,গ্রাম পুলিশ,গন্যমান্য ব্যক্তি বর্গ এবং এলাকার নারী পুরুষ ভিক্ষুকগন।
সভায় এলাকায় ভিক্ষুক থেকে মুক্তি বা পরিত্রান পাওয়ার লক্ষে নানা কাজেকর্মে তাদেরকে অন্ত
ভূক্ত করে এ পেশা থেকে সরিয়ে আনার বিষয়ে আলোচনা হয় বলে ইউপি চেয়ারম্যান জানান।