মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চাঁপাইনবাবগঞ্জের ৩টি ফার্মেসীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় ও পুলিশের একটি দল এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, রোববার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বড় ইন্দারা মোড়ে ৯টি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একই ধারায় ৫১ অনুযায়ী সততা ফার্মেসীকে ২ হাজার টাকা, গ্লোব মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং ন্যাশনাল ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেয়া হয়। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।