কক্সবাজার সদরের ঈদগাঁওতে মাক্স না পড়ায় অভিযান পরিচালনাসহ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
২৫ শে নভেম্বর বিকেলে ঈদগাঁও স্টেশনে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা (ভূমি) সহকারী কমিশনার নু এ মং মার্মা এই অভিযান পরিচাল না করেছেন। মাক্স না পড়ায় নানা জনের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়। সকলকে মাক্স পরার জন্য সর্তক করেন। প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন লোকজন।
উল্লেখ্য যে, ঈদগাঁওতে মাক্স ব্যবহারের নির্দেশনা মানা হচ্ছিলনা। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও তা সাধারণ মানুষ মানেননি। ঈদগাঁও বাজারের দক্ষিন মাথা, শাপলা চত্তর,স্কুল গেইট, পুরাতন পুলিশ বিট, ষ্টেশন,পশ্চিম গলি,বাঁশঘাটা পয়েন্টসহ ঈদগাঁওর পাড়ামহল্লার উপবাজারে অন্তত ৮০ ভাগ মানুষ মাস্ক ব্যবহার থেকে বিরত থাকেন এবং সামাজিক দুরত্ব মানছেনা।