কক্সবাজার সদরে চৌফলদন্ডীতে সোনার বাংলা গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের আনুষ্টানিক শুভ সুচনা ঘটেছে।
২৮ নভেম্বর বিকেলে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে খামারপাড়া ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত সোনার বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আ,লীগের জাতীয় কমিটির সদস্য সাবেক সাংসদ,জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ চৌধুরী। উদ্ভোধক হিসেবে ছিলেন, নারী জাগরনের অগ্রদূত,মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এহেছানুল হক এহেছান সাধারণ সম্পাদক শাহাজাহান মনির,ইসলামপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী,আ,লীগের নেতা মনজুর আলম, জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন,ছাত্রলীগ নেতা তানজিদ ওয়াহিদ লোটাস, চৌফলদন্ডী ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, আয়োজক কমিটির সদস্য তাহের মোল্লা,তারেক রহমান, সাইফুল,ওয়াকার ইউনুস,সাদ্দাম। এছাড়া খেলাতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।