মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়। গতকাল বিকেলে চট্রগ্রামস্থ সি আর বি চত্তরে গুরুত্বপূর্ণ সভায় অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণসহ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর শহীদ মিনারে ফুল অর্পণ, ৮ শিশুদের নিয়ে বিনোদন ব্যবস্থা। ১৮ ডিসেম্বর
শীতবস্ত্র বিতরণের দিনধার্য করা হয়েছে।
সংগঠন উপদেষ্টা জামাল উদ্দিন বলেন, শীতের পূর্বে করোনা মহামারীতে মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ। বিশেষ করে গরিব মানুষের। এমন অবস্থায় শীতের প্রকোপ তীব্র হওয়ার অসহায় মানুষে পাশে দাড়াতে হবে সমাজের সচেতন নাগরিকসহ বিত্তবানদের। পর্যাপ্ত পরি মাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্ত দের পাশে এসে দাঁড়ানো দরকার। বিত্তবানদের যৎসামান্য ভালোবাসা এবং সহানুভূতিই পারে শীতার্ত মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে।
এই সভায় ছিলেন, প্রতিষ্ঠাতা ইউছুপ জালাল, উদ্যোক্তা সাঈদা আক্তার বৃষ্টি, আফসানা আক্তার মিমি, আরমান মো: মানিক সিকদার, আতাউল ইসলাম,আব্দুল আজিজ,জাহেদ খাঁন, সৈকত বিশ্বাস মাহি,রবিউল ইসলাম সাইমন,রুনা আক্তার,বিজয়,আব্দুর রহমান ইমন,তোফায়েল আহমেদ,মো: শওকত রায়হান, সাজিব দেয়, শুভাকাঙ্ক্ষী মো: নুর উদ্দিন, আনোয়ার,বশির আহম্মদ, মো: মনির,জমির আহমেদ,জাহেদুল ইসলাম,নাছির আহমদসহ আরো অনেকে। এ মহৎ কাজের উৎসাহ জাগান মানবিক সংগঠন ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশন প্রতিষ্টাতা ইমরান তাওহীদ রানা। তিনি অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনের উদ্যোগ গ্রহন করায় সাধুবাদ জানান।