কক্সবাজার সদরের ঈদগাঁওতে অন্ধকার সড়ক এবার আলোয় আলোকিত করল কউক। এতে করে, সড়ক দিয়ে চলাচলরত পথচারীদের মাঝে হাসির ঝিলিক ফুটেছে।
গ্রামটি দিনের আলোয় সবকিছু স্বাভাবিক থাকলেও সন্ধ্যা হলে নামত ঘোর অন্ধকার।
বর্তমানে ঈদগাঁও ইউনিয়নের বৃহত্তর মাইজ পাড়ায় ডিজিটাল লাইটে আলোকিত সড়ক টি। যার ফলে, দীর্ঘদিনের আঁধার কেটেছেন এলাকাবাসীর।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঈদগাঁওর কৃতিসন্তান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদের আন্তরিক প্রচেষ্টায় ইলেক্টনিশিয়ান এলইডি লাইটে গ্রামীন জন পদের চলাচল সড়ক আলোয় আলোকিত হয়েছে। তবে লাইট স্থাপন কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
যেখানে কয়দিন পূর্বেও সন্ধ্যা হলে আঁধার নামতো সেখানেই এখন আলোয় ঝলমল করেছে। চারপাশের জলরাশিও চকচক করে এলইডি লাইটের আলোতে। যেন এক
ভিন্ন স্বাদ পাচ্ছেন এখানকার লোকজন।
শামসুল আলম ও রুবায়েত আদিল জানান এলাকার সন্তান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদের একান্ত সহযোগিতায় গ্রামের চলাচল সড়কটি আলোকিত করায় সত্যিই সাধুবাদ ও অভিবাদন।
ইউপি সদস্য নুরুল হক জানান, ব্যস্তবহুল
যাতায়াত সড়ক দীর্ঘদিনের অন্ধকার থেকে কউকের নেতৃত্বেই আলোতে প্রবেশ করতে যাচ্ছেন। এলাকাবাসীর পক্ষ থেকে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।