তেবাড়িয়া ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েেছ। মঙ্গলবার সকালে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,( নাটোর -নওগাঁ) সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জনাব রত্না আহমেদ।
সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিউটি আহমেদ, সাধারণ সম্পাদক, জেলা মহিলা আওয়ামী লীগ নাটোর,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগ ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সভাপতি লাইলী আক্তার শান্তি ও সাধারণ সম্পাদক মোছা সাহানাজ বেগমে’র নাম প্রকাশ করে কমিটি ঘোষনা করা হয়।