আর কয়টা দিন পেরুলেই মহান বিজয় দিবস। এটিকে সামনে রেখে এখন কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারসহ বৃহৎ এলাকার উপবাজারে লাল সবুজের পতাকা বিক্রির হিড়িক পড়েছে।
গতকাল বিকেলে উত্তরবঙ্গের দয়েক যুবক বাঁশে হরেক রকম পতাকা ঝুলিয়ে কাঁধে করে বিক্রির দৃশ্য চোখে পড়ে।
লাল-সবুজের পতাকা বিক্রি করতে ঈদগাঁওর অলিগলিতে ছুটে চলছেন এ যুবকটি। স্থানীয় লোকজন তার কাছ থেকে পতাকা কিনছে। তবে ছোট-বড়-মাঝারী আকারসহ হাত ও মাথায় বাঁধার মত পতাকা মিলছে কমদামে তার কাছে।
ভ্রাম্যমান পতাকা বিক্রি করতে দেখে স্থানীয়দের মাঝেও উৎসাহ উদ্দিপনা জেগেছে। আবার অনেক দোকান পাঠেও সেলাই করে নিজেদের পছন্দের মত পতাকা তৈরী করে দোকানদারেরা।
কজন সচেতন তরুন জানান,দেশ প্রেমের টানে উজ্জীবিত হয়ে দেশীয় পতাকা বিক্রি করছে দুর দুরান্ত থেকে আসা কজন যুবক। তাদেরকে সাধু বাদ।