কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক ব্যবসায়ী কে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় পাঁচ জনের বিরুদ্বে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার অপরাধীদের গ্রেফতার দাবীও জানান অনেকে।
এজাহার সূত্র মতে,১০ই ডিসেম্বর বিকেল ৫ টার দিকে ইউনিয়নের মেহেরঘোনাস্থ নুর কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে আহতের ব্যবসায়ীক প্রতি ষ্টান জননী কফি হাউজে কথা কাটাকাটিকে ঘিরে দক্ষিন মেহেরঘোনা এলাকার মৃত কালু মিয়ার পূত্র মাহবুব আলমকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথাসহ শরীরের নানা স্থানে ব্যাপক জখম হয়।
তাৎক্ষনিক স্থানীয়রা তাকেই উদ্বার করে সদর হাসপাতালে প্রেরন করে। হামলার ঘটনায় প্রতিবাদসহ নিন্দার ঝড় উঠে সামাজিক যোগা যোগ মাধ্যমে।
এ ঘটনায় আহত মাহবুব আলম বাদী হয়ে কক্স বাজার সদর মড়েল থানায় গতকাল পাঁচ জনের বিরুদ্বে একটি মামলা দায়ের করে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম এ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।