কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ৬৫ হাজার ইয়াবাসহ মোস্তাক মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সংলগ্ন সীবিচ রোড ও সদরের নাজির পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৯৫ লাখ টাকা।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি বলেন, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ সীবিচ রোডে অভিযান চালিয়ে মোস্তাক মিয়াকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার এখলাস মিয়ার ছেলে হারুন রশীদের বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।