১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে শহীদদের প্রতি শ্রদ্বা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরাম।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠন সভাপতি এহেচানুল হক, সাধারন সম্পাদক বজলুল করিম সাহেদ, সহ সভাপতি আবদু সালাম, সাংগ ঠনিক সম্পাদক নুরুল হুদা,সহ সাধারন সম্পাদক আলমগীর,বিজন, শিমুল,তৈয়ব তাহের, পরিতোষ,হামিদ,অমিত,হোসাইন, শওকত,শাহ আলম,পিযুষ,জসিম ও ভবেষসহ আরো অনেকে।
পুষ্পস্তবক শেষে বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।