কক্সবাজার সদরের ঈদগাঁওতে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের (প্রতিবন্ধী স্কুল) নিবাসীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। ২০২০-২১ অর্থ বছরের আওতায় সমাজসেবা অধিদপ্তর, কক্সবাজার কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানের দশজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সুয়েটার, জ্যাকেট, ফুল এবং হাফপ্যান্ট, গেঞ্জি,সাবানসহ প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের রিসোর্স শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) সিরাজ উদ্দিন এসব সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান অফিস সহায়কের মতে, মহান বিজয় দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে উন্নত মানের খাবারসহ মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া নিজস্ব উৎপাদিত ও ফরমালিনমুক্ত টাটকা শাক সবজি দিয়ে শিশু প্রতিবন্ধীদের খাবারের ব্যবস্থা ও করেন। ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা,আবাসন ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয় সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে। বর্তমানে এই প্রতিষ্ঠানে দশজন দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থী রয়েছে। তারা পোশাক আর খাবার পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।