সদরের ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি উদ্যোগে প্রতিবন্ধি এবং সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
২৪শে ডিসেম্বর বিকেলে ইউনিয়ন মধ্যম মাইজ পাড়া এলাকায় সাধারন মানুষ,হতদরিদ্র,পথচারী ও প্রতিবন্ধিদের মাঝে মাস্ক বিতরন করেছেন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি,
বিএমএসএফের ঈদগাঁও থানা শাখার সাধারন সম্পাদক, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোটার এম আবু হেনা সাগর। এই সময় সাথে ছিল,ঈদগাঁও প্রতিবন্ধি কল্যান সংস্থার সভাপতি শামসুল আলম, অসহায় সিরাজুল হক, চালক আবুল কাসেম এবং প্রতিবন্ধি এরশাদুল হকসহ আরো অনেকে।
সেসাথে করোনা থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনাসহ সংক্রমন থেকে পরিবার পরিজনকে বাঁচাতে মুখে মাস্ক ব্যবহার করার প্রতিও অনুরোধ জানানো হয়।