কক্সবাজার সদরের জালালাবাদে ঐতিহ্যবাহী গরুর লড়াই দেখতে কৌতুহলী লোকজনের উপ চেপড়া ভিড় যেন চোখে পড়ার মত।
আজ বৃহস্পতিবার সকালেই ইউনিয়নের বটতলী পাড়াস্থ রেললাইন রাস্তার পাশে জমজমাট গরুর লড়াই অনুষ্টিত হয়েছে। জালালাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার আরমান উদ্দিনের উদ্যোগে ঐতিহ্যবাহী লড়াই অনুষ্টিত হয়। গরুর লড়াই দেখতে বৃহত্তর এলাকার বিভিন্ন স্থান হতে এসেই জমায়েত হন বিপুল সংখ্যক মানুষ।
গরুর লড়াই উদ্বোধন করেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আবু তালেব। খেলাটি দেখতে আসেন সদর আ,লীগ উপ প্রচার সম্পাদক মো: শরিফ, সদর যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ জনপ্রতিনিধিও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
আয়োজকরা জানান,জেলার মহেশখালী, কুতুব দিয়া,চকরিয়া,টেকনাফ, বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থান হতে গরু এনে থাকেন লোকজন। লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া গরুর মালিকের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।