কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের মাঝে কাজ করা গ্রামীণ উন্নয়ন নামের এনজিও সংস্থা কারিতাস প্রতারণার আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে। উন্নয়নের নামে করা কাজের চিহ্ন ভিন্নও পাওয়া যাচ্ছে না। ২০১৭ সালে ২৫ই আগষ্টের পর মিয়ানমার সামরিক সরকারের নিপিড়ন নির্যাতনে ভয়ে পালিয়ে আসা ৭ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয় উখিয়ার ২৬টি ক্যাম্পে। রোহিঙ্গাদের মানবতার নামে হুমড়ি খেয়ে ছুটে আসেন দেশের বিভিন্ন এনজিও ও আইএনজিও। তারা রোহিঙ্গাদের যাতে বিশৃঙ্খলা না হই। স্থানীয়দের সন্তুষ্ট রাখতে উপজেলায় বিভিন্ন হোটেল মোটেল সাংবাদিক রাজনীতিবিদ ও ইমাম সমাজদের নিয়ে অনেক সভা করেছে তাদের লুটপাট জায়েস করতে।
অভিযোগ উঠেছে এনজিও সংস্থা উপজেলার পালংখালী ইউনিয়ের ০২ নং ০৪ ওয়ার্ডের ২টি প্রকল্প হাতে নেয়। মাটি কাটার নামে ১ কোটি ৯৬ হাজার টাকা বরাদ্দ নেন। শ্রমিক হিসাবে ১২৬২জনকে জনপ্রতি ৮ হাজার টাকা দেওয়ার কথা বলে সম্পূর্ণ টাকা লুটপাট করেছে। পালংখালী ইউনিয়েনের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, আমার ইউনিয়ের ০২ ও ০৪ নং ওয়ার্ডের মাটি কাটার কথা বলে এনজিও সংস্থা কারিতাস ১২৬২ জন শ্রমিক নিয়োগ করে। কিন্তু ঐ সংস্থাটি যে কাজ করেছে তার এখন চিহ্ন খোজে পাওয়া যাবে না। মূলত রোহিঙ্গাদের বিরুদ্ধে আচরণ না করতে তারা গ্রামের উন্নয়ন নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এ ব্যাপারে আমি তাদের উর্ধ্বতন কর্মকর্তার নিকট দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ের ৯নং, ০৮ নং ও ০৭নং ওয়ার্ডের রাস্তা উন্নয়ন কাজে এনজিও সংস্থা কারিতাস শতশত লোকজন দিয়ে রাস্তা নিমার্ণের কথা বলে একই ভাবে লুটপাট চালিয়েছে। শ্রমিকরা চৌকিদার দপাদার হয়েও তাদের নাম এনজিও’র খাতায় রয়েছে। অথচ কাজ করার জন্য নেওয়ার কথা ছিল গরিব অসহায় লোকজন। ০৭ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দু রহিম জানান কারিতাস এনজিও তার এলাকায় কাজ করলেও গ্রামের লোকজন খুশি নয়। ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবার বাহার জানান তার ওয়ার্ডের শত শত শ্রমিক দিয়ে এনজিও সংস্থা কারিতাস জন প্রতি ৪ শত টাকা মজুরি দিয়ে ডিসেম্বর মাসে কাজ করেছে। ০৯ ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান তার ওয়ার্ডের নিকট বর্তী হলেও রোহিঙ্গা ক্যাম্প কারিতাস এনজিও মাত্র ৩৫জন শ্রমিক দিয়ে লোক দেখানো কাজ করে পায়দা লোটিয়েছে।
এ ব্যাপারে এনজিও সংস্থা কারিতাসের কর্মকর্তা শরীফের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে রাজি হয়নি, তবে কক্সবাজার অফিসে এসে তথ্য নেওয়ার জন্য বলেন।
এদিকে উখিয়ায় গ্রামীণ উন্নয়নের নামে এনজিও কারিতাসের কোটি কোটি টাকা লুটপাট সংবাদ শিরোনামে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হলে উক্ত সংবাদের ৩ ইউপি সদস্যের প্রতিবাদ দেওয়া হয়েছে।এতে রাজাপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল বাহার বলেন,উক্ত প্রতিবাদে আমি কোন প্রতিবাদ জানাইনি।