উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে আব্দুস সালাম নামক এক মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোজাম্মেল হক আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আবদুস সালাম উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী গ্রামের আবদুর রশিদ বলীর ছেলে। মাদক আইনের মামলায় আসামি ছিল তিনি।
এদিকে উখিয়া থানা সূত্রে জানা গেছে, ইনানী পুলিশ ফাঁড়ির এ এস আই তাপসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে অভিযান চালিয়ে পলাতক আসামি আবদুস সালাম কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিল