সদরের ঈদগাঁও বাজারে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ৯ই জানুয়ারী গভীর রাতে বাজারের বাঁশঘাটা সড়কে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ঈদগাঁও বাঁশঘাটা সড়কের একটি সুপার সপসহ দুুুটি দোকানের পেছন থেকে টিন কেটে প্রবেশ পূর্বক ক্যাশ ভেঙ্গে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। সুপার সপ থেকে নগদ টাকাসহ মালা মাল ও অন্য দোকান থেকে নগদ টাকা নিয়ে যায়।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ সাধারন সম্পাদক হাসান তারেক এই তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।
উল্লেখ্য, ঈদগাঁও বাজারে দীর্ঘদিন ধরে চিহ্নিত একটি চক্র চুরিসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম করে আসছে। রহস্যজনক কারণে চক্রটি অধরা রয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সচেতন ব্যবসায়ী মহল।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজের মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।