উখিয়ার কুতুপালংয়ে গ্রামীণ উন্নয়নের নামে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের লাখ লাখ টাকার লুটপাটের অভিযোগ উঠেছে।
জানা গেছে,এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন গ্রামীণ উন্নয়ন অবকাঠামো নির্মাণের নামে গেল ডিসেম্বর মাসে ১৮৪ জন নারী-পুরুষ কাজ করার জন্য নিয়োগ দেন।তাদের দৈনিক মজুরী ৩৫০ টাকা করে দেওয়ার কথা বলে প্রকল্পের ১৮৪ জন শ্রমিকের মধ্যে ৪০/৫০ জন শ্রমিক দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এনজিও সংস্থা কুতুপালং এলাকায় ২ টি প্রকল্প নিয়ে একটির কাজ শেষ করে।বর্তমানে কুতুপালং বাজার হতে মৌলভী বকতিয়ারের বেয়াইয়ের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ চলমান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান,১৮৪ জন শ্রমিকের তালিকা দেখিয়ে ৫০ জন শ্রমিককে দৈনিক ৩৫০ টাকা করে বিকাশের মাধ্যমে পরিশোধ করছে।শ্রমিকেরা সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কাজ করার কথা থাকলেও তারা ইচ্ছা মাফিক সময়ে উপস্থিত হয়ে ঠিক সময়ে গিয়েছে বলে হাজিরা খাতায় লিখিয়েছে।
এব্যাপারে জানতে চাইলে,এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উখিয়াস্থ অফিসের ডিরেক্টর অতুল কোন কথা না বলে মোবাইল ফোন কেটে দেন।
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন,সমন্বয়হীন ভাবে আমাদেরকে না জানিয়ে বিভিন্ন এনজিও সংস্থা গুলো গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে লাখ লাখ টাকা লুটপাট করছে বলে অভিযোগ রয়েছে।