জেলা সদরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্মচারীর বার্ষিক পিকনিক সম্পন্ন হয়েছে।
২রা ফ্রেরুয়ারী সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দিনব্যাপী পিকনিক অনুষ্টিত হয়েছে চকরিয়া উপজেলার কাউয়াদিয়া নামের একটি ব্যতিক্রমী জায়গায়। সেখানেই দুপুরের ভোজন, আড্ডাসহ মনোমুগ্ধকর দৃশ্যপট পরিদর্শন করা হয়।
এই বার্ষিক পিকনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল জান্নাতের নেতৃত্বে অপরাপর শিক্ষক – শিক্ষিকাদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম,আহমদ কবির, মো: রেজাউল করিম,শিক্ষক আবদুল খালেক মিশুক
মোজাম্মেল হক,গিয়াস উদ্দিন বাহার,মোহাম্মদ আলম,শিক্ষিকা পূর্নাম পাল ও অফিস সহকারী শামসুল আলমসহ কর্মচারীবৃন্দ।
করোনা কালীন সময়ে দূরবর্তী স্থানের পরিবর্তে কাছে গিয়ে পিকনিক শেষ করা হয় বলে জানা যায়।